Site icon Jamuna Television

ব্যক্তিগত হতাশার কারণে আনসার কর্মকর্তা রুমানার আত্মহত্যা

প্রতীকী ছবি

পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত হতাশায় আনসারের সহকারী পরিচালক রুমানা ইয়াসমিন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ ও স্বজনরা।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে আজিমপুর স্টাফ কোয়াটারে সাবলেট বাসায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে লালবাগ থানা পুলিশ নিশ্চিত হয়েছে, পারিবারিক মতবিরোধের কারণে আত্মহত্যা করেছে রুমানা। তবে ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।

পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘদিন যাবত হতাশায় ভুগছিলেন রুমানা। তবে কী কারণে রুমানার মৃত্যু হয়েছে তা জানতে সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের। ৩৭ তম বিসিএসে আনসার ডিপার্টমেন্টে যোগদান করেন এবং বর্তমানে গাজীপুর কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ায়।

Exit mobile version