Site icon Jamuna Television

তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস

তীব্র শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চল

দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কমছে না খেটে খাওয়া মানুষের ভোগান্তি। আর শৈত্যপ্রবাহে বেশি বিপত্তিতে পড়েছে বয়স্ক মানুষেরা।

আজও দেশের সবচেয়ে কম তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে কোথাও কোথাও দেরিতে সূর্যের দেখা মিলছে।

উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীদের ভিড়। সবথেকে বেশি ভোগান্তি পোহাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। শীতবস্ত্রের অভাব যেমন রয়েছে, তেমনি রয়েছে দিনের খাবার জোটানোর প্রয়োজনীয়তা।

Exit mobile version