Site icon Jamuna Television

অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বিশিষ্ট অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুম আবদুল কাদেরের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনা পজেটিভ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শনিবার সকালে মৃত্যুবরণ করেন এই গুণী অভিনেতা। এর আগে ১৫ ডিসেম্বর চেন্নাইয়ের একটি হাসপাতালে এই অভিনেতার ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থা ভালো না থাকায় সেখানকার চিকিৎসকেরা তাকে কেমোথেরাপি দিতে পারেননি।

গত রোববার সন্ধ্যায় অভিনেতাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। সোমবার সকালে আবদুল কাদেরের করোনার নমুনা সংগ্রহ করেন চিকিৎসকেরা। সন্ধ্যায় চিকিৎসকেরা কাদেরের পরিবারকে জানান, কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Exit mobile version