Site icon Jamuna Television

রাজবাড়ীতে হিজরাদের বিউটি পার্লার ও সেভ হোমের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী পুলিশ লাইন্সে সুপার শপ ভবন, পৌর ইংলিশ মার্কেটে পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর বিউটি পার্লার ও বু‌টিক হাউজ এবং দৌল‌তদিয়ার অসহায় শিশু ও বৃদ্ধাদের শেভ হোমের উ‌দ্বোধন অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

শনিবার সকালে রাজবাড়ী পুলিশ লাইন্সে পুলিশ সুপার মিজানুর রহমানের পরিকল্পনা ও বাস্তবায়নে সুপার শপের উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের জিআইজি হহাবিবুর রহমান।

প‌রে তিনি পৌর ইংলিশ মার্কেটের তৃতীয় তলায় পুলিশ সুপারের পৃষ্ঠ‌পোষকতায় সমাজের তৃতীয় লিঙ্গ হিজরা জন‌গোষ্ঠীর জন্য উত্তরণ বিউটি পার্লার অ্যান্ড বু‌টিক হাউ‌জ এবং দৌলত‌দিয়ায় যৌনপল্ল‌ীর অসহায় বৃদ্ধ ও শিশু‌দের জন্য উত্তরণ ফাউ‌ন্ডেশ‌নের শেভ হোমের উ‌দ্বোধন করেন।

এর আ‌গে পুলিশ লাই‌ন্সে ডিআইজি হা‌বিবুর রহমান‌কে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপ‌স্থিত ছি‌লেন, পু‌লিশ সুপার মিজানুর রহমান, মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ পু‌লিশ প্রশাস‌নের কর্মকর্তারা।

Exit mobile version