Site icon Jamuna Television

মায়ের কবরের পাশে শায়িত হবেন আবদুল কাদের

বরেণ্য অভিনেতা আবদুল কাদের আর নেই। সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাসপাতাল থেকে মরদেহ মার্কাজুলে গোসল শেষে মিরপুর ডিওএইচএসের বাসায় নেয়া হবে জানান পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি। পরে শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হবে জাতীয় শিল্পকলায়। এর পরে আজই বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে আবদুল কাদেরের মরদেহ।

করোনা পজেটিভ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শনিবার সকালে মৃত্যুবরণ করেছেন এই গুণী অভিনেতা। এর আগে ১৫ ডিসেম্বর চেন্নাইয়ের একটি হাসপাতালে এই অভিনেতার ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থা ভালো না থাকায় সেখানকার চিকিৎসকেরা তাকে কেমোথেরাপি দিতে পারেননি।

গত রোববার সন্ধ্যায় অভিনেতাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। সোমবার সকালে আবদুল কাদেরের করোনার নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা। সন্ধ্যায় চিকিৎসকেরা কাদেরের পরিবারকে জানান, কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Exit mobile version