Site icon Jamuna Television

উন্ডিজ সিরিজে অভিজ্ঞদেরই প্রাধান্য দিচ্ছেন নির্বাচকরা

জাতীয় দলের হয়ে পারফর্ম করা খেলোয়াড় তো রয়েছেই, তার সাথে যোগ হয়েছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে দুর্দান্ত খেলা কিছু তরুণ ও পুরনো ক্রিকেটার। কাকে রেখে কাকে নিবেন নির্বাচকরা? এমন প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেনরা তারা। সেই সাথে বেশ ভাবতে হচ্ছে করোনা নিয়ে। তারপরও আসন্ন উইন্ডিস সিরিজে দল নির্বাচনে বেশি প্রাধান্য দেয়া হয়েছে অভিজ্ঞতার উপর।

বিশেষ করে টেস্ট দলে সিনিয়র খেলোয়াড়দের উপরই ভরসা রেখেছেন নির্বাচকরা। জাতীয় দরের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন গণমাধ্যমকে জানান ‘করোনার সময় অনেক হিসাব করতে হচ্ছে। দল সাজাতে হিমশিম খাচ্ছি।

তিনি আরো বলেন জাতীয় দলের হয়ে সর্বশেষ পারফরম্যান্স তো আছেই। তার সাথে যোগ হয়েছে করোনাকালীন অবস্থাও দেখতে হচ্ছে। ফিটনেস বিচার করতে হচ্ছে।

নান্নু জানান ওয়ানডে ও টেস্ট তার সাথে দুটি প্রস্তুতি ম্যাচ এই চার দলের জন্য সর্বোচ্চ ৩৫-৩৬ জন খেলোয়াড়কে নির্বাচন করতে চাই আমরা।

আমাদের এমনভাবে খেলোয়াড় নির্বাচন করতে হচ্ছে, যাতে ৩৫-৩৬ জনকে দিয়ে ওয়ানডে এবং টেস্ট স্কোয়াডের পাশাপাশি প্রস্তুতি ম্যাচের দল দুটিও নির্বাচন করা যায়।

Exit mobile version