Site icon Jamuna Television

এরশাদ জোর করে ক্ষমতা দখল করেনি, তার কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিলো: জিএম কাদের

এরশাদ জোর করে ক্ষমতা দখল করেনি; তার কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিলো বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার দুপুরের বনানী জাতীয় পার্টির অফিসে দলের প্রতিনিধি সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এরশাদকে ক্ষমতা থেকে সরানো হয়নি, আইনগতভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন তিনি। এরশাদকে স্বৈরাচার বলা হলেও কেউ স্বৈরাচারী কর্মকাণ্ড তুলে ধরতে পারেনি।

তিনি অভিযোগ করে বলেন, ৯১’র পর থেকে সব সরকারই একনায়কতান্ত্রিক ছিলো। দেশের সাধারণ মানুষ করোনা ও সাধারণ চিকিৎসা পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

ইউএইচ/

Exit mobile version