Site icon Jamuna Television

পানিতে ডুবে ভারতের জনপ্রিয় অভিনেতার মৃত্যু

পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অনিল নেডুমঙ্গদর। বাঁধের জলে ভেসে যান তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, কেরালার থোড়ুপুজাতে শুটিং করতে গিয়েছিলেন। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন জোজু জর্জ। অনিলও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। শুক্রবার শুটিংয়ের শেষে বন্ধুদের সঙ্গে মলাঙ্কারা বাঁধে স্নান করতে নামেন অনিল। সেসময় পানির তোড়ে ডুবে যান ৪৮ বছরের এই অভিনেতা।

খবরে আরও বলা হয়, ‘কম্মটিপদম’, ‘পভাড়া’, ‘আয়াপ্পানাম কোশিয়াম’ ইত্যাদি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন অনিল। ফেব্রুয়ারি মাসে তার শেষ ছবিটি ‘পাপম ছেয়াথাভর কাল্লেরিইয়াত্তে’ মুক্তি পেয়েছিল।

অনিলের প্রয়াণে গোটা মালায়লাম ইন্ডাস্ট্রি শোকস্তব্ধ। সুপারস্টার পৃথ্বীরাজ লিখেছেন, ‘কিছু বলার নেই। প্রার্থনা করবো, তুমি যেন শান্তি পাও।’

দুলকার সালমান লিখেছেন ‘অর্থ খুঁজে পাচ্ছি না কিছু। অনেক কষ্ট হচ্ছে। অনিল, তোমার আত্মার শান্তি কামনা করি। তোমার পরিবার যেন এই পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি পায়, তার কামনা করি।’

ইউএইচ/

Exit mobile version