Site icon Jamuna Television

হেফাজতের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হলেন আল্লামা নুরুল ইসলাম

হেফাজতের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন আল্লামা নুরুল ইসলাম। প্রয়াত মহাসচিব নুর হোসাইন কাসেমীর মৃত্যুর পর শনিবার তার নাম ঘোষণা করেন মজলিশে শূরা কমিটি। আল্লামা নুরুল ইসলাম ঢাকা খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম মাদরাসার প্রিন্সিপাল।

হেফাজত ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিবৃতিতে জানান হয়, গত ২৩ ডিসেম্বর বাদ জোহর দারুল উলূম হাটহাজারী মাদরাসায় হেফাজতের কার্যালয়ে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। যাতে সভাপতিত্ব করেন হেফাজতের প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। উপস্থিত ছিলেন আমীর জুনায়েদ বাবুনগরী, উপদেষ্টা আল্লামা নোমান ফয়জী, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা হাফেজ তাজুল ইসলামসহ আরও অনেকে।

বৈঠকে সংগঠনের নায়েবে আমীর ঢাকা জামিয়া নূরিয়া কামরাঙ্গিচরের মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জিকে সিনিয়র নায়েবে আমীর, সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।

এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিধি আরও বৃদ্ধি করে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version