Site icon Jamuna Television

চাঁপাই জেলা পরিষদ চেয়ারম্যানের অনিয়ম

টেন্ডার প্রক্রিয়া নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। পরিষদের শীর্ষ পদের পাশাপাশি জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার সুবাদে আইন পাশ কাটাচ্ছেন মইনুদ্দিন মণ্ডল। শিডিউল বরাদ্দ আর জমা হওয়া টেন্ডারের বিষয়ে জানতে গেলে উল্টো গণমাধ্যম কর্মীদের হুমকি দিয়েছেন তিনি।

নাচোল আধুনিক মার্কেটের ১১টি দোকান বরাদ্দের দরপত্র কিনতে শেষ দিনে এসেছিলেন অনেকে, তবে জেলা পরিষদ থেকে ফিরতে হয়েছে খালি হাতেই। অনেকে দু’তিন দিন ঘুরেও, নিতে পারেননি দরপত্র।

অভিযোগ আছে, স্বল্পমূল্যে পছন্দের লোককে দোকান বরাদ্দ দিতেই অন্য কারো কাছে দরপত্র বিক্রি করা হচ্ছে না। আগ্রহীদের হুমকি-ধামকি দেয়ারও অভিযোগ আছে।

এরআগে, জেলা স্কুলের ভবন নির্মাণসহ বেশ কয়েকটি কাজের টেন্ডারেও অনিয়মের অভিযোগ, জেলা পরিষদের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে।

আগ্রহীদের কেন দরপত্র দেয়া হচ্ছে না, জানতে চাইলে জেলা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন মণ্ডলের সাথে কথা বলার পরামর্শ দেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

এ বিষয়ে জানতে, মোবাইল ফোনে যোগাযোগ করা হলে হুমকি দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দিন মণ্ডল।

কয়টি দরপত্র বিক্রি হয়েছে সেই তথ্যও দিতে নারাজ জেলা পরিষদ কর্তৃপক্ষ।

 

Exit mobile version