Site icon Jamuna Television

অস্ত্র বিক্রি করতে গিয়ে পুলিশ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে অস্ত্র বিক্রি করতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে রিভলভারসহ ধরা পড়েছেন সৌরভ বড়ুয়া নামে এক পুলিশ সদস্য। তিনি চট্টগ্রাম শিল্প পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার রাতে নগরের কোতোয়ালি থানার জেলা পরিষদ মার্কেট থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, জেলা পরিষদ মার্কেটের আদর হোটেলে একটি ব্যাগে অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন সৌরভ। গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগে তল্লাশি চালিয়ে অস্ত্রটি পাওয়া যায়।
এ ঘটনায় কনস্টেবল সৌরভ বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে ডিবি পুলিশের উপ-পরিদর্শক বেলাল উদ্দিন বাদি হয়ে নগরের কোতোয়ালি থানায় শনিবার অস্ত্র আইনে মামলা দায়ের করেন। সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ইউএইচ/

Exit mobile version