Site icon Jamuna Television

বিদেশি শক্তিকে দেশে আগ্রাসন চালানোর সুযোগ করে দিচ্ছে ক্ষমতাসীনরা: রিজভী

ফাইল ছবি।

ক্ষমতাসীনরা বিদেশি শক্তিকে দেশে আগ্রাসন চালানোর সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার জাসাসের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, ক্ষমতাসীনরা জাতীর মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। আমাদের প্রত্যাশা নতুন বছরে ভোটের অধিকার ফিরে পাবে জনগণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই অধিকার ফিরিয়ে আনা হবে।

রিজভী আরও বলেন, দেশের মানুষের যে অধিকার করা হরণ করা হচ্ছে তা সবাইকে নিয়ে আন্দোলনের মাধ্যমে আবার ফিরিয়ে আনা হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান রিজভী।

Exit mobile version