Site icon Jamuna Television

স্বাধীনতা বিরোধীরা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে: তথ্য প্রতিমন্ত্রী

ফাইল ছবি।

দেশের মাটিতে স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয় আছে। এরা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে রাজবাড়ীর স্থানীয় দৈনিক জনতার আদালত পত্রিকার দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কৃতি সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিমন রহমান ও ফিন্যানশিয়াল এক্সপ্রেস পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদুজ্জামান খানকে কৃতি সাংবাদিক সম্মাননা ক্রেস্ট তুলে দেন মন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারে নাই। বাংলাদেশ এখন উচ্চ প্রবৃদ্ধির দেশ। রিজার্ভ এবং রেমিটেন্সেও এসেছে তাক লাগানো সাফল্য।

Exit mobile version