Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা; ৩ জনের মৃত্যু, হামলাকারী আটক

যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের একটি ‘বোলিং সেন্টারে’ বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ জন। স্থানীয় সময় শনিবার রাতের এ হামলায় আহত হয়েছে ৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

রকফোর্ড পুলিশ বিভাগ জানিয়েছে, এটি উদ্দেশ্যহীন হামলা। সন্দেহজনক অস্ত্রধারীকে নেয়া হয়েছে হেফাজতে। অবশ্য, শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত নাম-পরিচয় প্রকাশ করবে না পুলিশ।

বিবৃতিতে জানানো হয়, গুলিতে নিহতদের মধ্যে একজন কিশোর রয়েছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে গুলিবিদ্ধ বাকিদের। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা ঘটনাস্থল। হামলার কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় গোটা শহরে আতঙ্ক বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। হামলার সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্ঠী জড়িত কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, বড়দিনের সকালে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে গাড়ি বিস্ফোরণে তিন জন আহত হন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন।

Exit mobile version