Site icon Jamuna Television

সিরিজ খেলতে ফেব্রুয়ারি ঢাকায় আসছে আয়ারল্যান্ড

২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে এইচপি দলের সিরিজ।সবকিছু ঠিক থাকলে আসছে ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড হাই পারফরম্যান্স টিম। অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের নিয়ে গড়া বিসিবির এইচপি দল।

এই সিরিজে একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজের ৫টি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকায়।

আর চারদিনের ম্যাচ গুলি আয়োজনের কথা রয়েছে চট্টগ্রামে। তবে আইরিশ ক্রিকেট বোর্ড বিসিবের কাছে অনুরোধ করেছে সবগুলো খেলাই যেন ঢাকায় আয়োজন করা হয়। তাই চট্টগ্রামের বিকল্প হিসেবে ফতুল্লাকে বিবেচনায় নিয়েছে বোর্ড।

Exit mobile version