Site icon Jamuna Television

যমুনায় ভারতীয় হাইকমিশনার

দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। রোববার বিকেলে যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয়ে আসেন তিনি। সরেজমিন পর্যবেক্ষণ করেন চ্যানেলটির বৃহৎ কর্মযজ্ঞ। মতবিনিময় করেন যমুনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে।

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে অভ্যর্থনা জানান যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিকসহ চ্যানেলটির নানা স্তরের কর্মীরা। পরিদর্শন ও মতবিনিময় শেষে যমুনা টেলিভিশনে বিশেষ শো ‘ইন্ডিয়া: দ্যা নেইবার’-এ অংশগ্রহণ করেন দোরাইস্বামী। বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মাহফুজ মিশু।

যমুনা টেলিভিশন পরিদর্শন শেষে জনপ্রিয় দৈনিক যুগান্তরের কার্যালয় পরিদর্শন করেন দোরাইস্বামী। সেখানে তাকে স্বাগত জানান যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম। এর আগে, যমুনা গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার।

Exit mobile version