Site icon Jamuna Television

আগামী বছর সাফ ফুটবলের বিশেষ আসর বসবে বাংলাদেশে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ ফুটবলের বিশেষ আসর। এ বছর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনায় স্থগিত করা হয়েছিল।

তবে এ ব্যাপারে বাফুফের মতামতের অপেক্ষায় রয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। বাফুফে রাজি থাকলে ২০২১ সালের জুনের পর যেকোনো সময় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছেন তারা।

টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত সময়সূচী নির্ধারিত হবে সোমবার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের কংগ্রেসে। পাশাপাশি আগামী বছর সাফের বয়সভিত্তিক চারটি আসর আয়োজনের পরিকল্পনাও রয়েছে তাদের।

Exit mobile version