Site icon Jamuna Television

নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিক নিহত

নড়াইলে মাটিবাহী ট্রলির ধাক্কায় একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাতে সদরের নাকসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সোহেল রানা (৩৫)। সে সদরের রামচন্দ্রপুর গ্রামের ফরিদ শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে শহরের রূপগঞ্জ এলাকার সোহাগ স্টিলের বাক্স তৈরির কারিগর সোহেল দোকান থেকে মোটরসাইকেলে একা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল-লোহাগড়া সড়কে নাকসি এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা মাটিবাহী ট্রলির সাথে ধাক্কা খেলে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, এ সময় ভীষণ কুয়াশার কারণে রাস্তায় গাড়ি চলাচল ব্যাহত হচ্ছিলো। সদর থানার ওসি ইলিয়াছ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version