Site icon Jamuna Television

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় হৃদয় (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে টঙ্গী চেরাগআলী এলাকায় প্রাণিসম্পদ অধিদফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হৃদয় (১২)। সে হবিগঞ্জ জেলার দিয়াই থানা এলাকার মৃত শামীম মিয়ার ছেলে। বর্তমানে পুবাইল কলেজ গেট এলাকায় থাকতো। পেশায় ভিখারি ছিলো।

টঙ্গী পূর্ব থানা এ.এস.আই আশিকুল হক রুনাল্ড জানান, রাস্তা পারাপার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই হৃদয় নিহত হয় এবং নিহতের মা গুরুতর আহত হয়। আহত অবস্থায় নিহতের মাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. দেলোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রাইভার সাজ্জাদ ও হেলপার রায়হানকে আটক করা হয়েছে এবং কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউএইচ/

Exit mobile version