Site icon Jamuna Television

বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যালে দাবায় চ্যাম্পিয়ন মাহাবুবুল আলম খান,ক্যারামে মাকসুদা লিসা

বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যালের দাবায় চ্যাম্পিয়ন হয়েছে দৈনিক জাগরণ পত্রিকার স্পোর্টস এডিটর মাহাবুব আলম খান। ডেইলি স্টারের রামিন তালুকদার দ্বিতীয় ও ঢাকা ট্রিবিউনের বিএম ফজলে রাব্বি মুন হয়েছেন তৃতীয়।

একই দিনে মহিলা ক্যারামে চ্যাম্পিয়ন হয়েছে দৈনিক প্রভাত বেলা পত্রিকার মাকসুদা লিসা। দ্বিতীয় হয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরের সাবেক ক্রীড়া সাংবাদিক সামিনা রশ্নি। তৃতীয় হয়েছেন ডিবিসি নিউজ এর ফরিদা বক্তেয়ারা।

টেবিল টেনিস, ক্যারম, দাবা, ব্যাডমিন্টন ও কলব্রীজ এই পাঁচ ডিসিপ্লিন নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিএসজেএ ক্রীড়া উৎসব-২০২০।

Exit mobile version