Site icon Jamuna Television

গড়িমসি শেষে ‘করোনা প্রণোদনা বিলে’ ট্রাম্পের স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের ‘করোনা প্রণোদনা বিলে’ স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় ছুটিতে থাকা অবস্থায় রোববার দুই দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের তহবিলে সই করেন তিনি।

প্রেসিডেন্টের টুইটবার্তার পর বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস। ক্রিসমাসে, নিজস্ব গলফ কোর্সে ছুটি কাটাতে চলে যান ডোনাল্ড ট্রাম্প। সেখানেই ডেমোক্র্যাট-রিপাবলিকান উভয়দলের আইন প্রণেতাদের চাপের মুখে পড়েন তিনি।

কারণ মেয়াদ শেষ হলেও জনগুরুত্বপূর্ণ বিলটি সই করছিলেন না প্রেসিডেন্ট। যার ফলে শনিবার থেকেই এক কোটি ৪০ লাখ মানুষের বেকারভাতা বন্ধ হয়ে যায়। শুধু তাই নয় কর্মদিবস থেকে বাধ্য হয়েই শাটডাউনে যেতে হতো সরকারি বহু প্রতিষ্ঠান ও কার্যালয়কে।

দীর্ঘদিন আলোচনার পর ২১ ডিসেম্বর কংগ্রেসের উভয়কক্ষে পাস হয় ৯০০ বিলিয়ন ডলারের প্রণোদনা বিলটি। যাতে উল্লেখ ছিলো মাথাপিছু প্রত্যেক মার্কিনী পাবেন ৬০০ ডলার সহায়তা। প্রেসিডেন্টের অভিযোগ ছিলো- বিদেশি রাষ্ট্র এবং গবেষণাখাতে বাজে খরচ দেখিয়েছেন আইনপ্রণেতারা। আর বঞ্চিত করেছেন সাধারণ মার্কিনীদের।

Exit mobile version