Site icon Jamuna Television

বেনাপোল বন্দরের কর্মীকে গলায় তার পেঁচিয়ে হত্যা

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোলে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে আল-আমিন ওরফে নয়ন (২৮) নামে ব্যক্তিকে। সোমবার সকালে বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রাম থেকে ওই লাশটি উদ্ধার করে পুলিশ।

এসময় আলামত হিসাবে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয় । নয়ন বেনাপোল স্থল বন্দরের ৩৭নং শেডে এনজিও কর্মী হিসাবে কাজ করতো। এছাড়া সে বাজারের মিশন কম্পিউটার ও একটি কসমেটিক্স দোকানেও কাজ করত বলে জানা গেছে। নয়ন থানার দুর্গাপুর গ্রামের মৃত মিজানের ছেলে।

নিহতের বোন লাবনী খাতুন জানায়, গভীর রাতে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাইরে যায়। তারপর আমরা ঘুমিয়ে পড়ি। এরপর সকালে বিছানায় তাকে দেখতে না পেয়ে ফোনে খোঁজ করতে থাকি। হঠাৎ দেখি বাড়ির পাশে একটি গাছের নিচে সে শুয়ে আছে। তার কাছে যেয়ে দেখি তার গলায় কিছু পেঁচিয়ে হত্যা করা হয়েছে। গলায় রক্তের দাগ ছিল। এছাড়া তার মুখের মধ্যে একটি কাপড় দেওয়া ছিল।

ঘটনাস্থলে বেনাপোল পোর্ট থানা ওসি মামুন খান ও বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু পরিদর্শন করেছেন।

ওসি মামুন খান বলেন, আলামত হিসেবে নয়নের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এটা তদন্ত সাপেক্ষ বলা যাবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে। লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version