Site icon Jamuna Television

পরিবেশ রক্ষায় পায়ে হেঁটে দেশ সফরে দুই যুবক

পরিবেশ বাঁচাও, বন বাঁচাও, পাখি বাঁচাও, বন্যপ্রাণী সুরক্ষিত হোক, বেঁচে থাক প্রকৃতি এই শ্লোগানে পঞ্চগড়ের বাংলাবাজার জিরো পয়েন্ট থেকে পায়ে হেটে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত পায়ে হেটে অতিক্রম করার উদ্যোগ নিয়েছেন দুই যুবক।

আগামী ১৭ থেকে ১৮ দিনের মধ্যে পায়ে হেটে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাতে যাত্রা শুরু করেছেন আরও এক ৭দিন আগে। রোববার রাত ৯টার দিকে গাজীপুরে পৌঁছান তারা।

ঢাকা জেলার দোহার থানার সাহেদ আহমেদ রিমন, পরিবেশ, বন ও বন্যপ্রাণী রক্ষায় তাদের এ সচেতনতামূলক যাত্রার কথা জানান স্থানীয় সাংবাদিকদের কাছে।

তিনি জানান, পঞ্চগড় বাংলাবাজার বর্ডার থেকে শুরু করে প্রথম দিন পঞ্চগড়ের ময়দান দিঘি ইউনিয়নে, ২য় দিন নীলফামারী সদর, ৩য় দিন দিনাজপুরের ফুলবাড়ি, ৪র্থ দিন জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলায়, ৫ম দিন বগুড়া সদর, ৬ষ্ঠ দিন সিরাজগঞ্জ, ৭ তম টাংগাইল সদর এবং ৮ম দিনে গাজীপুরের কোনাবাড়ী পার করেন তারা।

আজ সোমবার ভোরে গাজীপুরে থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। প্রতিদিন গড়ে ৫৪ কিলোমিটার হাঁটতে হচ্ছে তাদের।

Exit mobile version