Site icon Jamuna Television

একতরফা নির্বাচনই এখন আওয়ামী লীগের চেতনা: রিজভী

ফাইল ছবি।

দেশে একতরফা নির্বাচন ও এক দলীয় শাসনই এখন আওয়ামী লীগের চেতনা বলে মন্তব্য করেছেন বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার পল্টনে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, এক তরফা নির্বাচনই এখন আওয়ামী লীগের চেতনা। গণতন্ত্রের নামে চলছে এক দলীয় শাসন। আইনের শাসন এখন আওয়ামী শাসনে পরিণত হয়েছে। দেশে কোন সরকার আছে বলে মানুষ মনে করে না।

রিজভী আরও বলেন, প্রতিদিন চালসহ নিত্য পণ্যের দাম বাড়ছে। সিন্ডিকেট করে এসব করা হচ্ছে। পৌর নির্বাচনে বিএনপি নেতা-কর্মীদের আক্রমণ করা হচ্ছে। ভোট কেন্দ্র দখল করে নিয়েছে ক্ষমতাসীনরা। প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করেন তিনি।

Exit mobile version