Site icon Jamuna Television

করোনায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রীর মৃত্যু

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভা মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে নভেম্বর মাসের শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন রওশন রহমান ইভা। তবে সবশেষ পরীক্ষায় তাদের দু’জনেরই করোনা নেগেটিভ আসে।

Exit mobile version