Site icon Jamuna Television

বছরের ১০টি প্রাকৃতিক দুর্যোগের ৬টিই ঘটেছে এশিয়ায়

২০২০ সালের ভয়াবহতম ১০টি প্রাকৃতিক দুর্যোগের ৬টিই ঘটেছে এশিয়ায়। রোববার চ্যারিটি ক্রিশ্চিয়ান এইডের এক প্রতিবেদনে প্রকাশিত হয় এ তথ্য।

জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে তৈরি করা প্রতিবেদনে তুলে ধরা হয় বন্যা, দাবানল, পঙ্গপালের আক্রমণের মতো বিপর্যয়ের তথ্য। বলা হয়, বিশ্ব যখন করোনা মহামারি মোকাবেলায় হিমশিম খাচ্ছে, তখনও প্রাকৃতিক এসব দুর্যোগে বিপর্যস্ত বিভিন্ন অঞ্চলের মানুষ।

ব্যাপক প্রাণঘাতী বিপর্যয়ে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণও বিশাল। তালিকায় অন্যতম চীন ও ভারতের বন্যা। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ হাজার কোটি ডলার। ভারতে বন্যায় প্রাণহানি ২ হাজারের বেশি। ঘরবাড়ি হারায় লাখ লাখ মানুষ।

এ বছর রেকর্ড পরিমাণ বন্যা আর দাবানল দেখেছে যুক্তরাষ্ট্র। যার আর্থিক ক্ষতি প্রায় ৬ হাজার কোটি ডলারের চেয়েও বেশি।

Exit mobile version