Site icon Jamuna Television

টেস্টের পর হার্শার ওয়ানডে একাদশেও জায়গা পেয়েছেন সাকিব

জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলের দশক সেরা টেস্ট একাদশের পর এবার ওয়ানডে একাদশেও জায়গা পেয়েছে সাকিব আল হাসানকে। সাকিবের সঙ্গে উপমহাদেশের আরো ৫ ক্রিকেটার এই দলে আছেন রেখেছেন তিনি।

হার্শার এই একাদশে ওপেনিংয়ের দায়িত্বভার সামলাবেন ভারতের রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তিন নম্বরে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এরপর চারে খেলবেন এবি ডি ভিলিয়ার্স। পছন্দের একাদশে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে হার্শার পছন্দ বেন স্টোকসকে।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন। তিনি ব্যাট করবেন ৬ নম্বরে। এরপর ৭ নম্বরের জন্য সাকিবকে বেছে নিয়েছেন হার্শা।

Exit mobile version