Site icon Jamuna Television

টি-টোয়েন্টিতে দশক সেরা আফগানিস্তানের রশিদ খান

টি-টোয়েন্টি ক্রিকেটের দশক সেরা বোলার হয়েছেন আফগানিস্তানের রশিদ খান। আইসিসি থেকে এই ঘোষনা আসার পরেই আবেগি হয়ে রশিদ খান বলেন, কেউ একজন আফাগানিস্তানে বসবাস করে এমন একজন খেলোয়ারকে এতটা সম্মান দেয়া হবে আসলেই আমি বিশ্বাস করতে পারছিনা।

এসময় রশিদ বলেন আমার সবচাইতে মনেরাখার মত টি টোয়েন্টি আয়াল্যান্ডের বিপক্ষে চার বলে চার উইকেট নেয়া আমি কখনোই ভুলতে পারবো না। ২০১৬ বিশ্বাকাপে আমি ছিলাম দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। সেই সাথে সেই বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সাথে বেশ ভালো করেছিলাম। জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের সাথে স্বরনীয় কিছু পারফমেন্স তো রয়েছেই আমার।

আফগানিস্তার এই ক্রিকেটারের লক্ষ্য আগামী দশ বছরে নিজেকে আরো পরিনিত করে, আবারও দশক সেরা পুরষ্কার জেতার।

Exit mobile version