Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ক্রিসমাসে হামলার ঘটনায় সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেছে এফবিআই

যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে বিস্ফোরণের ঘটনায় এক সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। ৬৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম অ্যান্থনি কুইন ওয়ার্নার।

রোববার এক সংবাদ সম্মেলনে তার ছবিও প্রকাশ করে এফবিআই। জানায়, ঘটনাস্থলে পাওয়া বেশ কিছু আলামতের ডিএনএ পরীক্ষার পর চিহ্নিত করা হয় তাকে। হামলার ঘটনায় ওয়ার্নার একাই জড়িত বলে মনে করছে নিরাপত্তা বাহিনী।

এফবিআই জানায়, ক্রিসমাসের দিন গাড়িতে করে বোমা এনে বিস্ফোরণ ঘটান তিনি ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বিস্ফোরণের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় দেহ।

তবে ঘটনার উদ্দেশ্য নিয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। নিহত ওয়ার্নার আইটি বিশেষজ্ঞ বলে জানিয়েছে এফবিআই।

Exit mobile version