Site icon Jamuna Television

মা হারালেন এ আর রহমান

ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের মা করীমা বেগম মারা গেছেন। দীর্ঘদিন ধরে নানা রকম অসুস্থতায় ভুগছিলেন তিনি। জানা যাচ্ছে, শ্বাসকষ্টজনিত কারণে চেন্নাইতে মৃত্যু হয় তার। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, কিছুক্ষণ আগে টুইটারে নিজের মায়ের ছবি শেয়ার করেন এ আর রহমান। যদিও সেই ছবির সঙ্গে কিছু লেখেননি তিনি। বিভিন্ন তারকা-অনুরাগী, সকলেই তার পোস্টে শোক প্রকাশ করেছেন। বিখ্যাত তামিল পরিচালক মোহন রাজা লিখেছেন, ‘স্যার, আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার শান্তি কামনা করি’।

এ আর রহমানের সব চেয়ে কাছের মানুষ ছিলেন তার মা। করিমা বেগমই প্রথম তাকে গান নিয়ে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘একাদশ শ্রেণিতে পড়াকালীন মা আমাকে স্কুল থেকে ছাড়িয়ে আনেন এবং গানের চর্চা শুরু করার উৎসাহ দেন। তিনি জানতেন সঙ্গীতেই আমার সবচেয়ে ভালো পেশা হতে পারে।’

আজ অবধি নিজের জীবনের সব সাফল্যের কৃতিত্ব মাকেই দিয়ে এসেছেন অস্কারজয়ী এই সঙ্গীত পরিচালক।

ইউএইচ/

Exit mobile version