Site icon Jamuna Television

রাজধানীর মগবাজারে টিঅ্যান্ডটির সহকারী প্রকৌশলীর লাশ উদ্ধার

রাজধানীর মগবাজারে আবাসিক এলাকা থেকে টিঅ্যান্ডটির সহকারী প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মীর আফতাবুল সুমন।

সোমবার সকালে টিঅ্যান্ডটি কলোনিতে নিজ বাসার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভবনেরই চার তলায় স্ত্রী ও তিন সন্তানসহ থাকতেন আফতাবুল সুমন।

পরিবারের সদস্যরা জানান, সুমন ফজরের নামাজের জন্য বাসা থেকে বেরিয়ে যান। পরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। এ সময় সুমনের গলায় নায়লনের দড়ি প্যাঁচানো ছিলো। একই রকম দড়ির আরেকটি অংশ ঝুলে ছিলো ছাদের পানির ট্যাঙ্কের সাথে।

পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে নেয়া হয়েছে।

ইউএইচ/

Exit mobile version