Site icon Jamuna Television

শাহজালাল বিমানবন্দর থেকে আরো একটি আড়াইশ’ কেজি ওজনের বোমা উদ্ধার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আরো একটি আড়াইশ’ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে। এই নিয়ে তৃতীয় টার্মিনালের মাটি খোড়ার সময় চারটি বোমা উদ্ধার হলো।

সোমবার দুপুরে নির্মানাধীন তৃতীয় টার্মিনালের পাইলিংয়ের সময় শ্রমিকরা গ্যাস সিলিন্ডারের মত বস্তু দেখতে পেয়ে নিরাপত্তা কর্মীদের খবর দেয়। পরে বিমান বাহিনীর বোমা বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা নীরিক্ষার পর জেনারেল পারপাস-(জিপি) বোমা হিসেবে সনাক্ত করে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ আল আহসান বিসয়টি নিশ্চিত করে জানান, নিরাপদে সরিয়ে নেয়া হয় বোমাটি। নির্মানাধীন তৃতীয় টার্মিনাল এলাকায় এধরনের আরো বোমা থাকার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এর আগের পাওয়া বোমাগুলো টাঙ্গাইলের পাহার কাঞ্চনপুর ঘাটিতে নিয়ে ধ্বংস করা হয়। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় বোমাগুলো ফেলা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version