Site icon Jamuna Television

সাঈদীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ গঠনের শুনানি পেছালো

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যাকাতের অর্থ আত্মসাতের মামলার অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

সোমবার সকালে বকশীবাজার অস্থায়ী আদালতে ঢাকার ১ নম্বর বিশেষ জজ সৈয়দা হোসনে আরা আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করেন। এ সময় দেলাওয়ার হোসাইন সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। এই মামলার অপর আসামি বাচ্চু রাজাকার পলাতক রয়েছে। সেই সাথে জামিনপ্রাপ্ত ৪ আসামিও আদালতে ছিলেন।

২০১০ সালে দায়ের করা মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেলাওয়ার হোসাইন সাঈদী ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড মেম্বার ছিলেন।সেসময়ে ৫ লাখ টাকা বিধি বহির্ভূত প্রতিষ্ঠানে বরাদ্ধ দেন। সেই অভিযোগেই মামলার বিচার কাজ চলছে। সাঈদীর বিরুদ্ধে অর্ধ কোটি টাকার কর ফাঁকির আরেকটি মামলা বিচারাধীন রয়েছে বকশীবাজার আদালতে।

ইউএইচ/

Exit mobile version