Site icon Jamuna Television

বিভিন্ন ক্যাটাগরিতে আইসিসির দশক সেরা হলেন যারা

সোমবার আইসিসি দশক সেরাদের নাম প্রকাশ কথা ছিলো আগেই সেই ধারাবাহিকতা ধরে রেখে দুপুরের পরে আইসিসির বিভিন্ন ক্যাটাগরিতে বিগত দশ বছরেরর পারফরমেন্সের বিচারে সেরাদের নাম ঘোষণা করে। সেখানে এই দশকের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড জিতেছেন ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নারীদের ক্রিকেটে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই দশক সেরা ক্রিকেটারের হওয়ার গৌরব অর্জন করেছেন অস্ট্রেলিয়ার এলিসা পেরি। সেই সাথে আইসিসির দশক সেরা নারী ক্রিকেটার হওয়ার খেতাবও জেতেন এই নারী।

একনজরে আইসিসির দশক সেরা অ্যাওয়ার্ড জিতলেন যারা:

পুরুষদের দশক সেরা ওয়ানডে ক্রিকেটার – বিরাট কোহলি

পুরুষদের দশক সেরা টেস্ট ক্রিকেটার – স্টিভেন স্মিথ

পুরুষদের দশক সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার – রশিদ খান

দশক সেরা পুরুষ ক্রিকেটার – বিরাট কোহলি

নারীদের দশক সেরা ওয়ানডে ক্রিকেটার – এলিসা পেরি

নারীদের দশক সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার – এলিসা পেরি

দশক সেরা নারী ক্রিকেটার- এলিসা পেরি

আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড – মহেন্দ্র সিং ধোনি

Exit mobile version