Site icon Jamuna Television

লন্ডন থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন; থাকতে হবে নিজ খরচে

লন্ডন থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৮ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

একদিন আগের করোনার নেগেটিভ সনদ নিয়ে আসলেও তাদের কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। আর থাকতে হবে নিজ খরচে। এ সংক্রান্ত নির্দেশনা কখন থেকে কার্যকর হবে তা দ্রুতই জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এছাড়া, মন্ত্রিসভার বৈঠকে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২০-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে। এই আইনে কোনো এজেন্সি অপরাধ করলে নিবন্ধন বাতিল ও ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বৈঠকে মহাসড়ক আইন ২০২০-এর খসড়ার চূড়ান্ত ও মোংলাবন্দর কর্তৃপক্ষ আইন-২০২০-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

ইউএইচ/

Exit mobile version