Site icon Jamuna Television

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কিশোরগঞ্জে শুরু হয়েছে ক্রিকেট প্রশিক্ষণ

মিঠামইন উপজেলার হেলিপ্যাড মাঠে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন।

এই প্রশিক্ষণে অনূর্ধ্ব-১৬ বছর বয়সী ৪০ জন বালক এবং বালিকা অংশ নেয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন কিশোরগঞ্জ জেলার ক্রিকেট কোচ মোহাম্মাদ আশরাফ উদ্দিন স্বপন এবং কুলসুম বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের জার্সি এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন অতিথিরা।

Exit mobile version