Site icon Jamuna Television

খলিফা হাফতারকে শক্তি প্রয়োগের হুমকি তুরস্কের

লিবিয়ায় মোতায়েনকৃত তুর্কি সেনাদের ওপর হামলা হলে উপযুক্ত জবাব পাবে হাফতার বাহিনী। দেশটির পূর্বাঞ্চলীয় নেতা খলিফা হাফতারের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার।

লিবিয়া সফরকালে রাজধানী ত্রিপোলির সংবাদ সম্মেলনে বলেন, প্রয়োজনে হাফতার বাহিনীর ওপর শক্তিপ্রয়োগ করবে তুরস্ক। দু’দিন আগেই হামলা চালিয়ে তুর্কি সেনাদের বিতাড়িত করার হুমকি দিয়েছিল বিদ্রোহী কমান্ডার খলিফা হাফতার। এর জবাবেই হাফতারকে সাবধান করে তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য।

মঙ্গলবার লিবিয়ায় তুর্কি সেনা মোতায়েনের মেয়াদ আরও দেড় বছরের জন্য বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হয় তুর্কি পার্লামেন্টে। গত জুনে হাফতারের এলএনএ’র আক্রমণ মোকাবিলায় লিবিয়া সরকারকে সহায়তা করে তুরস্ক।

ইউএইচ/

Exit mobile version