Site icon Jamuna Television

চরফ্যাশনে বাস চাপায় মা-মেয়ের মৃত্যু

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারালো গৃহবধূ তানিয়া (৩০) ও তার এক বছরের কন্যা সন্তান মালিহা।

সোমবার সন্ধ্যার পর উপজেলার দক্ষিণ আইচা সড়কের পানির কল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া উপজেলার দক্ষিণ চর মঙ্গল ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মো. বেলাল হোসেন মাস্টারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তানিয়া ও তার মেয়ে পরিবারের লোকজনের সাথে চরফ্যাশন থেকে নিজ বাড়ি দক্ষিণ চর মঙ্গলের উদ্দেশে রওনা হয়ে শশীভূষণ থানার পানির কল নামক এলাকায় আসে। সেখানে বোরাক থেকে নামতেই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাদেরকে চাপা দেয়। মুহূর্তের মধ্যেই মা ও মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহত দু’জনের মরদেহই শশীভূষণ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পেলে তা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউএইচ/

Exit mobile version