Site icon Jamuna Television

আগে আমার চোখে হারাও, ক্লিভেজ দেখার সময় পাবে: শ্রীলেখা

টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিভিন্ন ইস্যুতে কড়া বক্তব্য দিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন প্রায়ই। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি ছবি শেয়ার করেছেন শ্রীলেখা। ক্যাপশনে লিখেছেন, ‘আমার চোখে হারাও, ক্লিভেজ দেখার জন্য সময় পাবে।’ ঠাট্টার ছলে দুষ্টু নেটিজেনদের একহাত নিয়েছেন শ্রীলেখা। যার প্রমাণ ছবির কমেন্টস বক্সে পাওয়া গেলো। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, সাবিনা ইয়ামিন নামে একজন লিখেছেন, ‘এমন আহ্বান পেলে সংযম হয়ে যায় ঢিলে…। এটা কী ঠাট্টা ছিল প্রিয়া! না কী ভয়ানক টোপ এক দিলে!’ তার নীচে শ্রীলেখা মিত্র লিখেছেন, ‘দুটোই প্রিয়।’

আনন্দবাজারকে খোলাখুলি সে কথাই বললেন শ্রীলেখা। অভিনেত্রীর কথায়, ‘এই ছবিতে আমার ক্লিভেজ বেরিয়ে রয়েছে। কিন্তু আমার প্রশ্ন, ছবি তোলার জন্য ক্লিভেজ ঢাকতে হবে কেন! আগে আমার চোখের দিকে তাকাও। তারপর আমার ক্লিভেজের দিকে তাকাবে।’

শ্রীলেখা মনে করেন, শালীন-অশালীন নির্ভর করে মানসিকতার ওপর। নারীর সৌন্দর্যকে উপভোগ করার মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু সেই সৌন্দর্য দেখার নামে নোংরামি পছন্দ করেন না এ অভিনেত্রী।

শ্রীলেখার ভাষায়, ‘অনেকেই আমাকে নিয়ে বাজে কথা বলেন। আমার পোশাকের বিষয়েও পরামর্শ দেন। কিন্তু তুমি কে ভাই? আমার শরীর। ইচ্ছা হলে আমি দেখাব।’

ইউএইচ/

Exit mobile version