Site icon Jamuna Television

ভারতীয় সেনা কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া বন্দুকযুদ্ধ সাজিয়ে বেসামরিক কাশ্মিরিদের হত্যার অভিযোগ গঠন

ছবি: ইন্টারনেট

জম্মু-কাশ্মিরে ভুয়া বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে তিন বেসামরিক কাশ্মিরিকে হত্যার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ আনা হলো ভারতীয় এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে। কয়েক মাসের অনুসন্ধানে ঘটনার সত্যতা মেলায় এ অভিযোগ গঠন করে ভারতের পুলিশ বাহিনী।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, দু’জন ইনফর্মারকে সাথে নিয়ে ছদ্ম পরিচয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ভূপেন্দ্র সিং প্রথমে স্থানীয় তিন শ্রমিককে অপহরণ করেন। এরপর তাদের হত্যা করে মরদেহের সাথে ফেলে রাখেন অবৈধ অস্ত্র; নিহত তিনজনকে চিহ্নিত করেন উগ্রবাদী সন্ত্রাসী হিসেবে। নিজের সহকর্মী আর ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদেরও এ ব্যাপারে মিথ্যে তথ্য দেন তিনি।

ভারতের একমাত্র মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রায়ই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। যদিও এ নিয়ে তদন্ত নজিরবিহীন। সংঘাতকবলিত কাশ্মির সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের হত্যার স্বীকৃতি হিসেবে পদক, পদোন্নতি এবং সাড়ে ১২ কোটি রুপি পর্যন্ত নগদ অর্থ পুরস্কার পেয়ে থাকেন ভারতীয় সেনারা।

Exit mobile version