Site icon Jamuna Television

উহান নিয়ে প্রতিবেদন তৈরি করায় চীনে এক সাংবাদিকের চার বছর কারাদণ্ড

মহামারির শুরুতে করোনার কথিত উৎসস্থল উহান শহরের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করায় ঝ্যাং ঝ্যান নামের এক নাগরিক সাংবাদিককে চার বছরের কারাদণ্ড দিয়েছে চীন।

সোমবার রায় ঘোষণা সামনে রেখে কঠোর নিরাপত্তার মধ্যেই, সাংহাইয়ের আদালত চত্বরে জড়ো হন ঝ্যাং ঝ্যানের সমর্থকরা। পেশায় আইনজীবী ৩৭ বছর বয়সী ওই নারী আটক হন গেলো মে মাসে। সাত মাসের বন্দিদশার শুরু থেকেই আছেন অনশনে। দীর্ঘদিন না খেয়ে থাকায় তার স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তার বিরুদ্ধে দ্বন্দ্ব উস্কে দেয়া এবং সংকট তৈরির অভিযোগ প্রশাসনের।

প্রায় একই অভিযোগে উহানের আরও বেশ কয়েকজন নাগরিক সাংবাদিক রয়েছেন প্রশাসনের নজরদারিতে। মহামারির সময়ে সরকারের ভূমিকা নিয়ে কথা বলায় তোপের মুখে পড়তে হয়েছে চীনের অনেক মানবাধিকার কর্মীকেও।

Exit mobile version