Site icon Jamuna Television

আবারও আহমদ শফীর মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড হিসাবে উল্লেখ করেছেন তার পুত্র ইউসুফ

হেফাজত ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর ঘটনাকে হত্যাকান্ড হিসাবে আবারও উল্লেখ করেছেন তার সন্তান মাওলানা ইউসুফ বিন আহমদ শফী আল মাদানী। তিনি বলেছেন, এ ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্ত করে দোষীদের যেন দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে আনাস মাদানি এই বক্তব্য দেন। তিনি বলেন, আল্লামা শফীর মৃত্যু স্বাভাবিক ছিলনা। তার মৃত্যুর সাথে ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করে চলেছে তাদের জড়িত। ইসলাম ও দ্বীনি শিক্ষার স্বার্থে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় অবস্থানকালে পরিকল্পিত বিশৃঙ্খলা করে আল্লামা শফীকে অসুস্থ করা হয়। এরপর ঢাকায় আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ১৮ সেপ্টেম্বর। এরপর থেকেই এই মৃত্যুকে অস্বাভাবিক বলে দাবি করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে তার পরিবার ও অনুসারীরা। এবার পরিবার ও স্বজনদের কাছে বিশেষ নিরাপত্তা দাবি করেন আল্লামা শফীর বড় ছেলে আনাস মাদানি।

Exit mobile version