Site icon Jamuna Television

এবার ভারতেও শনাক্ত হলো নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস

এবার ভারতেও শনাক্ত হলো নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস। যুক্তরাজ্য ফেরত ৬ নাগরিকের শরীরে মিলেছে সংক্রমণ। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।

বেঙ্গালুরু, হায়েদ্রাবাদ ও পুনের হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে তাদের। সংস্পর্শে আসা সহযাত্রী ও পরিবারের সদস্যদের চিহ্নিতের চেষ্টা চলছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।

এদিকে দেশটিতে শিগগিরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার অনুমোদনের বিষয়ে আশাবাদী স্থানীয় উৎপাদনকারী সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী। এরই মধ্যে ৪ থেকে ৫ কোটি ডোজ করোনা টিকা প্রস্তুত করেছে প্রতিষ্ঠানটি। মার্চের মধ্যে ১০ কোটি টিকার ডোজ প্রস্তুতের সক্ষমতা আছে তাদের। আগামী ছয় থেকে আট মাসে মোট ৬০ কোটি ডোজ টিকা প্রয়োগের পরিকল্পনা রয়েছে ভারতের।

Exit mobile version