Site icon Jamuna Television

১০ বছরের ঊর্ধ্বে যেকেউ ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে: হাইকোর্ট

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বেঁধে দেয়া ১১ বছর বয়সের শর্তটি স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে ১০ বছরের ঊর্ধ্বে যে কেউ ভর্তি হতে পারবে ষষ্ঠ শ্রেণিতে।

এক অভিভাবকের করা রিটের শুনানি শেষে বিচারপতি জে বিএম হাসান ও মো. খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে- ২০২০ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে ১১ বছরের কম বয়সী শিশুরা এবার ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিল না। শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশই আজ হাইকোর্টে স্থগিত হলো।

একইসাথে, ভর্তি কার্যক্রমের সময়সীমাও আরো ৭ দিন বাড়ানোর আদেশ দেয়া হয়েছে।

Exit mobile version