Site icon Jamuna Television

বগুড়ায় ১-৭ জানুয়ারি পর্যন্ত ইট বিক্রি বন্ধ রাখার ঘোষণা ভাটা মালিকদের

বগুড়া ব্যুরো:

ইটভাটায় পরিবেশ অধিদফতরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করে ১ জানুয়ারি থেকে সাতদিন ইট বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বগুড়া জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সমিতি আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা দেন মালিক নেতারা।

প্রতিবাদ সমাবেশে ইটভাটার মালিকরা অভিযোগ করেন, সরকারি সব বিধি মেনে ভাটা পরিচালনার পরও সম্প্রতি বগুড়ার বিভিন্ন ইটভাটায় অভিযানের নামে মালিকদের হয়রানি করছেন পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা। সোমবার জেলার দুটি ইটভাটায় অভিযানের নামে ২০ লাখ টাকা জরিমানা এবং একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন তারা।

এসব ঘটনার প্রতিবাদে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত জেলার সব ভাটায় ইট বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেন ভাটা মালিকরা। প্রতিবাদ সমাবেশে মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ জানান, এটি তাদের প্রতীকী ধর্মঘট। সমস্যার সমাধান না হলে এরপর তারা সব ভাটা পুরোপুরি বন্ধ করে দেবেন।

ইউএইচ/

Exit mobile version