Site icon Jamuna Television

মায়ের স্মরণে আবেগাপ্লুত দীঘি

মায়ের কথা স্মরণ করে আবেগাপ্লুত পোস্ট করলেন প্রার্থনা ফারদিন দীঘি। এক ফেসবুক পোস্টে মাকে হারানোর ৯ বছর নিয়ে স্মৃতিচারণ করলেন এই অভিনয়শিল্পী।

মায়ের স্মৃতি স্মরণ করে দীঘি তার ফেসবুকে লেখেন, আজ আমার মায়ের ৯ম মৃত্যুবার্ষিকী। নয় বছর হয়ে গেল মা তুমি আমার সঙ্গে নেই। আমি প্রতিটি মুহূর্তে তোমাকে মিস করি। আমি তোমাকে অনেক ভালোবাসি। সবাইকে অনুরোধ করছি, আমার মায়ের জন্য দোয়া করুন।

দীঘির পোস্টটি দেখতে ক্লিক করুন।

দীঘির শুরুটা শিশুশিল্পী হিসেবে, আর বেশ পরিপক্ব হয়েই বড় পর্দায় পা রাখা। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। মাঝে বিরতি কাটিয়ে এখন নায়িকা হয়ে চলচ্চিত্রে অভিনয় করছেন। কিন্তু মায়ের স্মৃতি যেন তাকে পিছু ছাড়ছেই না। কারণ আজকের এই দিনে মাকে হারিয়েছেন তিনি।

শুটিং সেটে যাওয়া মায়ের হাত ধরেই। মায়ের স্বপ্ন ছিল একদিন নায়িকা হয়ে রুপালি পর্দা দাপিয়ে বেড়াবে তার কন্যা। সে স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০১১ সালের ২৯ ডিসেম্বর না ফেরার দেশে চলে যান দীঘির মা।

অভিনেত্রী দীঘির মা দোয়েল ছিলেন বড় পর্দার নায়িকা। ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৬৬ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার বিক্রমপুরে দোয়েলের জন্ম। ১৯৮২ সালে চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন দোয়েল। সর্বশেষ কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করেন তিনি।

Exit mobile version