Site icon Jamuna Television

বাবে মদিনায় সমাহিত হলেন দেওয়ানবাগী পীর

সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগীকে মতিঝিলের বাবে মদিনায় সমাহিত করা হয়েছে। বাদ জোহর আরামবাগের বাবে রহমতে জানাজা হয় এই পীরের।

এতে অংশ নেন দেওয়ানবাগ শরীফের অনুসারীরা। মুক্তিযুদ্ধের সময় ৩ নম্বর সেক্টরে অংশ নেয়ার কারণে জানাজার পর তাকে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে গার্ড অব অনার দেয়া হয়। এরপর মরদেহ বিশেষ ট্রাকে করে মতিঝিলে বাবে মদীনায় নেয়া হয়।

নিরাপত্তার কারণে সেখানে দাফনে মুসল্লিদের প্রবেশ করতে দেয়া হয়নি। সৈয়দ মাহবুব-এ খোদা দেওয়ানবাগী গতকাল সকালে আরামবাগের বাবে রহমতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে মারা যান। মুক্তিযুদ্ধের সময় ৩ নম্বর সেক্টরে অংশ নিয়েছিলেন তিনি।

Exit mobile version