Site icon Jamuna Television

বাংলাদেশে আসছে না উইন্ডিজ অধিনায়কসহ শীর্ষ খেলোয়াড়রা

বাংলাদেশে আসছে না উইন্ডিজের অধিনায়কসহ শীর্ষ কয়েকজন খেলোয়াড়। করোনা মহামারি পরিস্থিতিতে ব্যক্তিগত সুরক্ষার কারণ দেখিয়ে বাংলাদেশ সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছে তারা। উইন্ডিজের একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রিকি স্কিরিটকে উদ্ধৃত করে গণমাধ্যমগুলো জানাচ্ছে, নাম প্রত্যাহার করা খেলোয়াড়দের মধ্যে আছে দলের অধিনায়ক জেসন হোল্ডার, সহ-অধিনায়ক রোস্টন চেজ, তারকা ব্যাটসম্যান শাই হোপ, হেটমায়ার ও কিয়েরন পোলার্ড। এ পরিস্থিতিতে দলটির টেস্ট অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে ব্রার্থওয়েথকে। ওয়ানডে অধিনায়কের দায়িত্ব সামলাবেন জেসন মোহাম্মদ।

আগামী ২০ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৫ জানুয়ারি। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Exit mobile version