Site icon Jamuna Television

নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের দেখা মিললো যুক্তরাষ্ট্রেও

ব্রিটেনে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের দেখা মিললো যুক্তরাষ্ট্রেও। কলোরাডো অঙ্গরাজ্যে বিশোর্ধ্ব এক তরুণের শরীরে মিলেছে B.1.1.7 ভাইরাসটি। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন রাজ্যের গভর্নর জ্যারেড পোলিস।

ধারণা করা হচ্ছে, কোভিড নাইনটিনের চেয়ে বৈশিষ্ট্যে কিছুটা ভিন্ন ভাইরাসের উপস্থিতি মার্কিন ভূখণ্ডে এটাই প্রথম। নতুন ভাইরাসে আক্রান্ত ওই তরুণকে আইসোলেশনে রাখা হয়েছে। কোনো ধরনের ভ্রমণ ইতিহাস ছাড়াই তার দেহে ভাইরাসটির সংক্রমণে ছড়িয়েছে উদ্বেগ। যেকোনোভাবে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে এবং নিবীড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সামগ্রিক পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রে প্রথম হলেও, উত্তর আমেরিকার প্রথম দেশ হিসেবে চলতি সপ্তাহে কানাডায় শনাক্ত হয় ভাইরাসটি। ভারত-পাকিস্তানেও কমপক্ষে ১০ জন আক্রান্ত করোনার নতুন প্রজাতির ভাইরাসে।

Exit mobile version