Site icon Jamuna Television

সিলেটে ট্রাকের সাথে মাইক্রোবাসের ধাক্কায় তিন জন নিহত

সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের সাথে মাইক্রোবাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছে। বুধবার ভোরে সিলেট-বিয়ানীবাজার সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল ট্রাকটি। নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তে মাইক্রোটির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই মারা যান ৩ আরোহী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Exit mobile version